
তেরখাদা প্রতিনিধি :
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন খুলনা জেলার তেরখাদা উপজেলার কাগদী গ্রামের প্রধান শিক্ষক (অবঃ) অমলেন্দু বিশ্বাস ( ৬৭)।
এ ব্যাপারে অমলেন্দু বিশ্বাস বাদী হয়ে হুমায়ুন তালুকদার সহ ৪ জনকে বিবাদী করে তেরখাদা থানায় অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায় , অমলেন্দু বিশ্বাস শুক্রবার দুপুর পোনে ৩ টার দিকে স্ত্রী,পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি থেকে রওনা করেন।
এ সময় বাড়ির অদূরে তাঁর মৎস্য ঘেরে স্থানীয় একটি চক্রকে ঘেরের মধ্যে মাছ ধরতে দেখেন।
তিনি ওই চক্রটিকে মাছ ধরতে নিষেধ করলে ওই চক্রটি প্রধান শিক্ষক অমলেন্দু বিশ্বাসকে বেদম মারপিট করে গুরুতর আহত করে।
প্রভাবশালী ওই চক্রটি মামলা না করার হুমকি দিয়ে চলে যায়। অমলেন্দু বিশ্বাস জানান , প্রভাবশালী ওই চক্রটি অমলেন্দু বিশ্বাসের ঘেরের পাড়ে লাগানো শাক শব্জি ও অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি করে।
তিনি তাঁর জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। অমলেন্দু বিশ্বাস বলেন , বিবাদীরা হুমকি অব্যাহত রেখেছে।
তারা যে কোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটিয়ে জীবন নাশ করতে পারে। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।















