সর্বশেষ:

গ্রাম পুলিশ

কয়রায় সাবেক বিএনপি নেতা কর্তৃক গ্রাম পুলিশ কে মারধরের অভিযোগ

গ্রাম পুলিশ
Facebook
Twitter
LinkedIn

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রার বাগালী ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন সানা ও তাঁর ছেলে কর্তৃক গ্রাম পুলিশ নুরুল ইসলাম কে মারধরের অভিযোগে থানায় অভিযোগ উঠেছে। এ মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রাম পুলিশ মোঃ নুরুল ইসলাম লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাংগালী গ্রামের মোঃ নুরুল ইসলাম (৪৮) পিতা মৃত আরমান গাজী ২নং বাগালী পরিষদের ১নং ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে বহুদিন যাবত কর্মরত আছে।

একই গ্রামের মৃত মোশাররফ সানার ছেলে আকরাম হোসেন সানা তার ছেলে তারিকুল সানা এবং রিপন সানা পিতা- মনিরুল সানা বুধবার ইং ১৪/০২/২০২৪ তারিখ বিকালে গ্রাম পুলিশ নুরুল ইসলাম সরকারী পোশাক পরিহিত অবস্থায় নিজস্ব দোকান লালুয়া লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাধের পাশে যাইয়া দোকানে বেচাকেনা করিতেছিল। বেচাকেনা করা অবস্থায় ই রাত অ০৮.০০ সময় রিপন সানা তার দোকানে প্রবেশ করিয়া বলে, আকরাম হোসেন সানা, ক্লাবে আছে যাইতে বলছে।

তখন গ্রাম পুলিশ নুরুল ইসলাম সরকারী পোশাক পরা অবস্থায় রিপন সানার সাথে লালুয়া লঞ্চঘাট সংলগ্ন নাসির ডাক্তারের ঔষদের দোকানের দক্ষিণ পাশে ক্লাবের ভিতর প্রবেশ করার সাথে সাথে আকরাম হোসেন সানা অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়া আমার দোকানের মালামাল সহ দোকান ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

তখন সে প্রতিবাদ করিলে আসামী আকরাম হোসেন সানার হুকুমে তার ছেলে তারিকুল সানা ও রিপন সানা আমাকে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি মারে এবং তারিকুল সানা আমাকে জীবনাশের অসৎ উদ্দেশ্যে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে ও সরকারী পোশাক খুলিয়া ফেলার জন্য হুমকি দেয়। নুরুল ইসলাম ও তারিকুল সানার ধস্তাধস্তির একপর্যায়ে
গ্রাম পুলিশ নুরুল ইসলামের মুখের দাঁড়ি ধরিয়া টানা হেচড়া করিয়া দাঁড়ি ছিড়িয়া নেয় ও পরিহিত সরকারী পোশাকের বাম পকেট টানিয়া ছিড়িয়া ক্ষতি সাধন সহ বাম পকেটে রক্ষিত দোকানের মালামাল বিক্রয়ের ৭,৫০০ টাকা জোরপূর্বক নিয়া নেয়।

ঐসময় ঘটনাস্থলের আশপাশে থাকা উপস্থিত জনসাধারণরা গ্রাম পুলিশ কে উদ্ধার করে এ সময় আকরাম সানা গংরা প্রকাশ্যে খুন জখমের হুমকি দেয়।

উল্লেখিত ঘটনার বিষয়ে সংশিষ্ট দপ্তরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান গ্রাম পুলিশ নুরুল ইসলাম ।এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana