বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদের ১% তহবিলের ২০২৩,২৪ অর্থ বছরের প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া বাজার খেয়াঘাটের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ বরাদ্দকৃত দুই লাখ টাকার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী সুব্রত মন্ডলের নিকট অভিযোগ দিলেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজের মান অত্যন্ত নিম্ন মানের। খবরাখবর নিয়ে যানা যায়, মেসার্স আশিক এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান কাজটি পান। কিন্তু কাজটি তিনি নিজে না করে সুরখালী মহিলা ইউপি সদস্য রত্না অধিকারীকে দিয়ে কাজটি করান।
অন্যদিকে কাজটি না দেখে কাজের শুভ উদ্বোধন করেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু। উদ্বোধনের পর কাজের পাশেই একটি চেয়ারম্যানের নামের ফলক দেওয়া হয়েছে। ইউপি সদস্য রত্না অধিকারী বলেন,সিডিউল মোতাবেক কাজ হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।
চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, ফলকের বিষয় আমি কিছু জানিনা। কাজ করতে হলে ফলক দিতে হয়। তাই দিয়েছে সে। বটিয়াঘাটা উপজেলা প্রকৌশলী সুব্রত মন্ডল বলেন, কাজে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবং কাজ না দেখে বিল দেওয়া হবেনা।