সর্বশেষ:

আন্তর্জাতিক কাস্টমস দিবস

বেনাপোলে আন্তর্জাতিক দিবস পালিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস
Facebook
Twitter
LinkedIn

বেনাপোল প্রতিনিধি:

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে আজ শুক্রবার কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সুচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।

আন্তর্জাতিক কাস্টমস দিবস

পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সন্চালক হিসাবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। কাস্টমস কি- নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা। সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana