সর্বশেষ:

পরিবেশ বান্ধব কৃষি

পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে…এমপি রশীদুজ্জামান

পরিবেশ বান্ধব কৃষি
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাফল্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, প্রতিবছর দেশে জনসংখ্যা বাড়লেও কৃষি জমি বাড়ছে না। এ জন্য আমাদের কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, লবণ পানির যথাচ্ছা ব্যবহার না করে আমাদের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারি যে সব খাল রয়েছে এগুলো খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করে চাষাবাদ করলে কৃষি ফসল উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন প্রাণ প্রকৃতি ও পরিবেশ সঠিক থাকবে তেমনি কৃষকরাও লাভবান হবে।

তিনি সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর চরের বিলের খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, উত্তরণ সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা ধীমান গাইন, টিম লিডার নাজমুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, রাজিয়া সুলতানা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগম ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সিলেমানপুর চরের বিলের ১.৬ কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হচ্ছে। খনন কাজ বাস্তবায়ন করছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ। খনন কাজ বাস্তবায়িত হলে অত্র এলাকার কৃষি ফসল উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রশীদুজ্জামান ফিতা ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana