আন্তর্জাতিক: গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আল-জাজিরা সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে যে, ইসরাইলি সেনাবাহিনীর ১২ হাজার ৫০০ সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছেন। এই সংখ্যা গাজা যুদ্ধের ভয়াবহতার এক নির্মম চিত্র তুলে ধরে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকায় একটি ইসরাইলি সামরিক বুলডোজারের উপর গ্রেনেড নিক্ষেপ করেন, যার ফলে ইসরাইলি সৈনিক জোনাথন বেন হামুর তার বাম পা হারান। এই ঘটনা ইসরাইলি সেনাদের মধ্যে বিকলাঙ্গতার এক বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইসরাইলের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রগুলো এখন এই ধরনের বিকলাঙ্গ সেনা সদস্যদের দ্বারা পূর্ণ হয়ে উঠেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান লড়াইয়ে গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে, এবং ৫৫ হাজারের বেশি আহত হয়েছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে।
সূত্র: আল-জাজিরা