কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেস ক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছেন, সহসভাপতি দৈনিক জনকন্ঠ প্রতিনিধি গণেশ পাল, সহসাধারণ সম্পাদক দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, অর্থ ও দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম পলাশ শরীফ, কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন।