পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
এবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের নবাগত উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন।
তিনি ১০ ডিসেম্বর রোববার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিয়ার রহমানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। শনিবার কলেজের গভর্নিং বডির সভায় অধ্যক্ষ হিসেবে তার উপর দায়িত্ব অর্পন করা হয়। চলতি বছরের পহেলা সেপ্টেম্বর অত্র কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম অবসরে গেলে অধ্যক্ষের পদটি শূন্য হয়। উল্লেখ্য, উৎপল কুমার বাইন গত ২৯ নভেম্বর অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তার জন্মস্থান পাশ্ববর্তী কয়রা উপজেলার মহেশ^রীপুর গ্রাম। পিতা গীরেন্দ্রনাথ বাইন, মাতা রাধিকা রানী বাইন। উৎপল বাইন ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজের ভূগোল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ওই কলেজেই ১৯৯১ সালের পহেলা নভেম্বর সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। শিক্ষাকতার পাশাপাশি তিনি মহেশ্বরীপুর এনএজিডিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ কলেজের এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে তার পিতা গীরেন্দ্রনাথ বাইন স্মৃতি বৃত্তি প্রদান করে থাকেন। এছাড়া উৎপল কুমার বাইন গ্রন্থ কুটির ও দিকদর্শন প্রকাশনীর উচ্চ মাধ্যমিক ডিগ্রী ও অনার্স শ্রেণির ভূগোল বিষয়ের লেখক।