সর্বশেষ:

নারীকে জয়িতা সম্মাননা

পাইকগাছার ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

নারীকে জয়িতা সম্মাননা
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আল আজাদ ও ইউআরসি ইন্সট্যাক্টর ইমান উদ্দীন। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল-মামুন, প্রভাষক হুসাইন আল রাজ, সুষ্মিতা সরকার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি,

প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, ব্র্যাকের ম্যানেজার আছাদুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মাহফুজা সুলতানা ও শিক্ষার্থী অহনা রহমান। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। যার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আনারতী ঢালী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী অফরোজা আক্তার রুমা, সফল জননী যে নারী রহিমা বেগম,

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী মুসলিমা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana