তপন পাল কপিলমুনি থেকেঃ
খুলনা-৬, আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছ-কয়রার গনমানুষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে সংসদীয় এ আসনের প্রবেশদ্বার পাইকগাছা-তালা সীমান্তবর্তী শাপলা চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় সেখানে নৌকা মার্কার এ প্রার্থীর পক্ষে এক ঐতিহাসিক গণ জাগরণ সৃষ্টি হয়।
বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের ভিড়ে সেখানে এক উৎসব মূখর পরিবেশ তৈরী হয়। সেখান থেকে কপিলমুনি জাফর আওলীয়া মাজার ও কালী মন্দিরে গিয়ে দোয়া প্রার্থনা করেন।
এরপর তিনি নির্বাচনী এলাকা পাইকগাছা ও কয়রার উদ্যেশ্য রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন চন্দ্র ভদ্র, চম্পক কুমার পাল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম,
সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, রেজাউল করিম খোকন, সরদার মোজাফ্ফর হোসেন, সালাম মোড়ল, প্রভাষক কামাল হোসেন, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, অলোক মজুমদার, জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, রফিকুল ইসলাম খান, শুভংকর রায় শুভ,
জিএম হারুনার রশিদ, ইমদাদুল জোয়ার্দ্দার, বিপ্লব সাধু, খায়রুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, নির্মল মন্ডল, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিজন বিহারী সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ হাওলাদার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়সহ উপজেলা ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।