সর্বশেষ:

মডেল মসজিদের ইমাম

পাইকগাছা উপজেলা মডেল মসজিদের ইমাম সহ ৩ টি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মডেল মসজিদের ইমাম
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সহ ৩টি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বুধবার বিশিষ্ট ওলামায়েকেরামদের সহযোগিতা নিয়ে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। প্রভাবমুক্ত স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করায় নিয়োগ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। উল্লেখ্য উপজেলা পরিষদ এলাকার মধ্যেই নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

ইতোমধ্যে নবনির্মিত দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদটি সুন্দরভাবে পরিচালনার জন্য মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর মতো গুরুত্বপূর্ণ ৩টি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পেশ ইমাম পদে আবেদনকারী ২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ জন, মুয়াজ্জিন পদে আবেদনকারী ১০ জনের সকলেই এবং দুটি খাদেম পদে আবেদনকারী ৫ জনের মধ্যে ৪জন অংশ গ্রহণ করে। বিশেষ জ্ঞান সম্পন্ন জেলা ও স্থানীয় পর্যায়ের আলেমগনের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

এ কাজে সার্বিক সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। চুড়ান্ত ফলাফল অনুযায়ী পেশ ইমাম পদে প্রথম স্থান অধিকার করেছেন উপজেলার উলুডাংগা গ্রামের মোকছেদ আলী মোড়লের ছেলে আশরাফুল ইসলাম, মুয়াজ্জিন পদে দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের জাহান আলী সানার ছেলে ওমর ফারুক, খাদেম পদে শ্রীকন্ঠপুর গ্রামের আনসার আলী সানার ছেলে সাইফুল ইসলাম ও খতিব মোড়লের ছেলে নাজমুল হাসান। এ ব্যাপারে নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন স্থানীয় এবং খুলনার বিশেষজ্ঞ আলেমগনের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

পরীক্ষা শেষে একই দিন চুড়ান্ত ফলাফল ও প্রকাশ করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে পরীক্ষায় উত্তীর্ণ চুড়ান্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। প্রভাবমুক্ত স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানান ইউএনও মুহাম্মদ আল-আমিন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana