সর্বশেষ:

বটিয়াঘাটায় হত্যা মামলা

বটিয়াঘাটায় হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটায় হত্যা মামলা
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটায় হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত হাবিবের স্ত্রী খাদিজা বেগম। বুধবার বেলা ১১টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাদিজা বলেন,গন মাধ্যমের মাধ‍্যমে দেশবাসীকে অবগত করতে চাই,আমার স্বামীর হত্যার সুষ্ঠু ন্যায়বিচার চাই প্রশাসনের নিকট। হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করার জোর দাবি জানাই।

বটিয়াঘাটায় হত্যা মামলা

হত্যা কারিরা আমার সহ আমার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন,গত ৫ অক্টোবর ২০২৩ তারিখ পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটার দেবিতলা গ্রামে বাবুল গাজী গং রাত আনুমান দুইটার সময় আমার স্বামীকে ভ‍্যান চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি,লোহার রড, দা শাবল, দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরো বলেন,স্থানীয় ইউপি সদস্য হিমাংশ বিশ্বাস এর নেতৃত্বে মিঠু শেখ,সনেট মল্লিক সহ তার বাহিনীদের দিয়ে আমার স্বামীকে বেধড়ক মারপিট করে তাকে হত্যা করা হয়। তিনি সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ।

নিহতের স্ত্রী বলেন, মধ্যেযোগীয় কায়দায় তার শরীরের বিভিন্ন জায়গায় লোহার ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়। পরে আমি খবর পেয়ে ট্রিপল নাইনে ফোন করে থানা পুলিশকে জানালে এস আই ইমদাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ আমার স্বামীকে একটি মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। গত ১৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় করা কর্তৃপক্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রিজন সেলে মারা যায়।

এঘটনায় গত ২৩ অক্টোবর বটিয়াঘাটা থানায় বাবুল গাজী,সোহেল ফকির, রুবেল ফকির, এসকেন্দার ফকির,কিরান গাজী,মনসুর আলী, নাজমুল, রেজাউল শেখ, ফরিদ, অহিদ আমিরুল শেখ,রহমান শেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার নং – ০৬।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana