সর্বশেষ:

পাইকগাছায় ঘূর্ণিঝড় মিধিলি

পাইকগাছায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ব্যহত জনজীবন ; প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

পাইকগাছায় ঘূর্ণিঝড় মিধিলি
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় দুর্যোগ মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রেডক্রিসেন্ট, সিপিপি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান। প্রত্যন্ত এলাকায় দুর্যোগ ঝুঁকি এড়াতে কাজ শুরু করা হয়েছে বলে রেডক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ জানান। পূর্ব প্রস্তুতি হিসেবে ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ১০৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা সহ, পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান।

দুর্যোগ মোকাবেলায় দুই হাজার সিপিপি এবং অন্যান্য সেচ্ছাসেবকরা কাজ করছে এবং সাধারণ মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন ও ট্রলার প্রস্তুুত রয়েছে বলে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান। এদিকে ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হয়।

এতে সড়কের নীচু জায়গায় পানি জমে চলাচলে মানুষের কিছুটা ভোগান্তি হয়। বৃষ্টি ও ঝড়ো বাতাসে কোথাও কোথাও আমন ফসলের ক্ষতি হয়। এছাড়া ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে উপকূলীয় জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana