পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । গত ২৯ অক্টোবর রবিবার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা মামলায় গ্রেফতার দেখিযে তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, জামায়াত বিএনপি ডাকা হরতাল সফল করার লক্ষে গত ২৯ অক্টোবর রবিবার রাতে উপজেলার আলমতলা নামক স্থানে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা।
এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশের গাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় থানায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা হয়। ওই মামলায় গদাইপুর ইউনিয়নের শেখ হাফিজুর রহমান (৪৪), ওয়াজেদ আলী গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের আব্দুল হামিদ গাজী (৫০) ও গড়ুইখালী ইউনিয়নের কামরুল ইসলাম (৫২)কে গ্রেফতার করা হয় । এ নিয়ে উক্ত মামলায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানান।