সৌদি আরবের দাম্মাম নগরীতে একটি ফার্নিচার তৈরি কারখানায় আগুনের প্রকোপে মোট ৯ জনের, তাঁদের মধ্যে সাত বাংলাদেশির, মৃত্যু ঘটেছে। এ দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার (১৪ জুলাই) বিকালবেলায় দাম্মামের হুফুপ সানাইয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, মৃত বাংলাদেশির মধ্যে তিন জন নাটোরের এবং এক জন রাজশাহীর।
প্রাণ হারানো প্রাথমিকভাবে শনাক্তকৃত বাংলাদেশিদের নাম আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।
আগুন লাগার কারন এখনো স্পষ্ট হয়নি। ঘটনার কারণ খোঁজে তদন্ত চালু হয়েছে।”