পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের তাছপিয়া নামে শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের আলাউদ্দীন গাজীর মেয়ে।
বুধবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। মৃত্যুের পিতা আলাউদ্দিন গাজী জানান, বুধবার সকালে আমি ধানমাড়াই করে বাড়ি আনি। আমার শিশু কন্যা তাছপিয়া আমার পিছু পিছু ছিলো।
রাস্তায় কাঁদার কারণে ভ্যান রাস্তায় রেখে মাথায় করে ধান মাড়াই করা চাউল বাড়িতে নিয়ে আসি। এ সময় কখন সে পুকুরে পড়ে যায় আমি জানতে পারেনি।
চাউল রেখে মেয়েকে খুজতে আসলে রাস্তার পাশে পুকুরে ভাসতে দেখি। এ সময় তাকে পুকুর থেকে উঠিয়ে হাস পাতালে নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুকসানা আফরোজ (তানিয়া) তাকে মৃত্য ঘোষণা করে।