নিজস্ব প্রতিবেদক
গত দুই দিন ধরে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় মানুষ পড়েছেন ভোগান্তিতে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ আমিরুল আজাদ জানিয়েছেন, সাগরে লঘুচাপের কারণে খুলনাসহ উপকূলীয় এলাকায় গত দুই দিন ধরে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। গত দুই দিনে খুলনায় বৃষ্টি হয়েছে ১৩১মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থা আগামীকালও থাকতে পারে। লঘুচাপের কারণে মংলা কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার থেকে অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে দুই দিনের বৃষ্টিতে খুলনা মহানগরীর বয়রা , মুজগুন্নী , মুজগুন্নী বাস্তহারা কলোনী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে কারণে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে।