সর্বশেষ:

শিবসা ও কপোতাক্ষ নদ-নদীতে

শিবসা ও কপোতাক্ষ নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি : বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

শিবসা ও কপোতাক্ষ নদ-নদীতে
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা :
পাইকগাছার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার ওয়াপদার ভেড়ি বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কোথাও বাঁধ ভেঙ্গে আবার কোথাও বাঁধ উপচে নদীর পানিতে তলিয়ে গেছে বোয়ালিয়া জেলে পল্লী সহ বিভিন্ন এলাকার লীজঘের সহ ফসলি জমি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। তিনি বলেন, শনিবার দুপুরে পূর্ণিমার প্রভাবে এলাকার শিবসা ও কপোতাক্ষ নদ সহ উপজেলার নদ নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। এর ফলে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়ার বাঁধ ভেঙে তলিয়ে যায় জেলে পল্লীর সব ঘর বাড়ি।

শিবসা ও কপোতাক্ষ নদ-নদীতে

বাঁধ উপচে পৌর বাজারের কাঁকড়া মার্কেট, চিংড়ি বিপণন মার্কেট,মাছ বাজার,ফল বাজার ও সবজি বাজারে পানি উঠে যায়। এছাড়া হরিঢালী ইউনিয়নের হরিদাস কাটী, সোনাতন কাটী ও মাহমুদ কাটী,রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী জেলে পল্লী,লস্কর ইউনিয়নের আলমতলা সহ বিভিন্ন এলাকার ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এসব এলাকার অনেকগুলো স্থান অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন এলাকাবাসি। এছাড়া পোল্ডারের বাইরের অনেক চিংড়ী ঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা।

গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও হরিঢালীর প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস এলাকায় সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোজখবর দেন। তিনি বলেন,অতিসত্তর সরকারি সাহায্যর ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana