প্রেস বিজ্ঞপ্তি,খুলনাঃ
মুজগুন্নী সোনাডাঙ্গা মহাসড়কের সড়ক বিভাজকের বিদ্যমান গাছ সংরক্ষণ করেই সৌন্দর্যবর্ধন করার দাবিতে পরিবেশবাদীদের সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ মুজগুন্নী সোনাডাঙ্গা মহাসড়কের সড়ক বিভাজকের বিদ্যমান গাছ সংরক্ষণ করেই সৌন্দর্যবর্ধন করার দাবিতে পরিবেশবাদীদের উদ্যোগে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
মহাসড়কের নতুন রাস্তার মোড়ে, বাস্তহারার মোড়ে, বয়রা বাজারের মোড়ে, পূজোখোলার মোড়ে, খুলনা মেডিকেল হাসপাতালের মোড়ে এই ব্যানার এবং ফেস্টুন স্থাপন করা হয়। সৌন্দর্যবর্ধনের নামে গাছ কাটা কন্ধ কর, গাছ কেটে কোন উন্নয়ন চাই না, গাছগুলোকে বাড়তে দিন, চাই গাছ, পাখী ও মানুষের শহর, প্রকৃতিবান্ধব শহর চাই’ ইত্যাদি দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন মহাসড়ক সংযোগ জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে উল্লেখিত স্থানে স্থাপন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ১৪টি পরিবেশ ও মানবাধিকার সংগঠন খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে গাছ রক্ষা করে সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন।