বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রথম পর্যায়ে ৬০টি ঘর উপকার ভোগী পরিবারের মাঝে লটারির মাধ্যমে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে এক সভা রবিবার বিকালে সদর ইউপির চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম,বিশেষ অতিথি ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসূদ আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য যথাক্রমে রমা মন্ডল, ওবায়দুল হক, হিমাংশু সরকার, মিলন বৈরাগী, প্রমূখ।