পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন স্থানীয় প্রশাসন। মনিটরিং ব্যবস্থা জোরদার এর অংশ হিসাবে মঙ্গলবার বিকালে পৌর সদরের হাট-বাজার ও বিপণী বিতান গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের বিশেষ এ অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউ এন ও মুহাম্মদ আল-আমিন। এ সময় ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকরুজ্জামান ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম