সর্বশেষ:

ডুমুরিয়ায় প্রয়াত দুই সাংবাদিক

ডুমুরিয়ায় প্রয়াত দুই সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ডুমুরিয়ায় প্রয়াত দুই সাংবাদিক
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও প্রতিনিয়ত আমাদের এলাকার মানুষের দুঃক্ষ-কষ্ট-বঞ্চনা ও অনিয়মের ছবি তুলে ধরছে। কিন্তু তাদের অধিকাংশের জীবনে আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে। আজ ডুমুরিয়ার সাংবাদিকরাই সাংবাদিকের পরিবারের পাশে দাড়িয়ে একটি ভালো উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র উদ্যোগে অকাল প্রয়াত ২ সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভিন রুমা-সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সাংবাদিক কল্যাণ সমিতির সম্পাদক আবদুল লতিফ মোড়ল, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, অরুণ দেবনাথ, জি এম ফিরোজ, শেখ আব্দুস সালাম, মাহাবুর রহমান, এস.রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, সেলিম আবেদ, মাসুম গাজী, নাসিম গাজী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ’র ডুমুরিয়া প্রতিনিধি উদয় চক্রবর্তী ও ২০২০ সালের ৫ ডিসেম্বর দৈনিক পূর্বাঞ্চল’র শাহপুর প্রতিনিধি ফিরোজ খান আকষ্মিকভাবে প্রাণ হারান। সম্প্রতি ডুমুরিয়ায় কর্মরত কতিপয় সাংবাদিকের উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রয়াত ওই দুই সাংবাদিকের স্ত্রী প্রতিমা চক্রবর্তী ও জুলিয়া নাসরিন’র হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana