মোঃ নজরুল ইসলাম :
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি মোঃ খুরশীদ আলম (৪১), পিতা-মৃত: ফজলুর রহমান,সাং-শেখপাড়া প্রধান সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ সোহেল চৌধুরী(২৯),পিতা-আব্দুল মতি, সাং-মল্লিকপাড়া মধ্যপাড়া সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-হাউজিং বাজার, থানা-খালিশপুর, মোঃ রিফাত হাসান(২০),
পিতা-কাউসার হাসান, সাং-নয়াবাটি বন্ধ লাইন, থানা-খালিশপুর, মোঃ জনির ব্যাপারী জনি(৩৭), পিতা-মৃত: মহিম ব্যাপারী, সাং-সোনাডাঙ্গা নূর আলী মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল সহ মোঃ মোস্তফা শেখ (৫৫), পিতা-মৃত: মতি শেখ, সাং-আড়ংঘাটা দক্ষিণপাড়া,থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরী দেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।