সর্বশেষ:

প্রশান্ত মহাসাগরের গভীরে ‘স্বর্ণের ডিমের সন্ধ্যান পেয়েছে বিজ্ঞানীরা

Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
রুপকথার স্বর্ণের ডিম যেন বাস্তবে ধরা দিল। প্রশান্ত মহাসাগরের গভীরে দেখা মিললো ‘সোনার ডিম’র! প্রশান্ত মহাসাগরের তলদেশে বিজ্ঞানীরা এমন এক বস্তু আবিষ্কার করেছেন, যা দেখতে অনেকটাই স্বর্ণের ডিমের মতো। গত সপ্তাহে মহাসহারেরর আলাস্কান তলদেশে এই বস্তুর সন্ধান পান গবেষকরা। কিন্তু সাগরের অতলে কোথা থেকে এল ওই বস্তু? সোনালি রঙের অদ্ভূত দর্শন জিনিসটা আসলে কী? এই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রশান্ত মহাসাগরের ব্যাপ্তি, গভীরতা, বিজ্ঞানীদের বার বার আকৃষ্ট করে। অন্য চার মহাসাগরের চেয়ে এর আকারই সবচেয়ে বড়। তাই বারবার এর বুকেই লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে ঝাঁপ দেন দুঃসাহসিক অভিযাত্রীরা। গত মাসে তেমনই এক দল অভিযাত্রী গভীর সমুদ্রে অজানার অন্বেষণের জন্য প্রশান্ত মহাসাগরকে বেছে নিয়েছিলেন। তারা এমন এক বস্তু আবিষ্কার করেছেন, যা এর আগে কেউ কখনও দেখেননি।

জানা গেছে, আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)-এর একদল অভিযাত্রীকে প্রশান্ত মহাসাগরে অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল, আলাস্কা উপসাগরের গভীরতা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সেখানে লুকিয়ে থাকা রহস্যের সন্ধান। সমুদ্রে কোরাল এবং স্পঞ্জের বসবাস এবং আগ্নেয়গিরির উপস্থিতি নিয়েও কাজ করছেন ওই বিজ্ঞানীরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana