খুলনা অফিস :
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদনগর হাজী বাড়ি সড়কের আব্দুল সাহেদ হাওলাদারের ছেলে খলিলুর রহমান(৪৬), বাটিয়াঘাটার রাঙ্গেমারি নতুন খালপাড়ের মৃত: কাশেম আলী শেখের ছেলে মোঃ লুৎফার শেখ(৫১), দেয়াড়া খাঁনপাড়ার মানিক খাঁনের ছেলে মোঃ রিফাদ খাঁন(২০), রংপুর সাড়াভিটার বিনদ বালার ছেলে প্রভাত বালা(৪৫),
মশিয়ালী পূর্বপাড়ার মাহাবুব বিশ্বাসের ছেলে মোঃ ইমন বিশ্বাস ওরফে মোহন(২৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে