সর্বশেষ:

সাতক্ষীরা সীমান্ত

সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি মূল্যের স্বর্ণসহ দুই চোরাচালানী গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্ত
Facebook
Twitter
LinkedIn

সাতক্ষীরা প্রতিনিধি :

ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলিগ্রাম ওজনের ৩১ টি দেশী তেজাবী (গহনা ভেঙ্গে পাকা করা) স্বর্ণের বারসহ দুই যুবক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বর্ণ চোরাচালানীরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্তবর্তী বৈকারী গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও একই গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন(২২)।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি’র নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দলের সদস্যরা সকালে সীমান্ত এলাকায় অবস্থা নেয়।

এসময় সকাল ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৪৮ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকা দিয়ে মটর সাইকেলে যাওয়ার সময় মোঃ তুহিন ও মোঃ সজিব হোসেনকে দু’টি মটরসাইকেল সহ আটক করে। পরে তাদের ব্যবহৃত দু’টি মটরসাইকলে তল্লাশী কের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana