পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর উন্নয়ন প্রকল্পের আওতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, জিকেবিএসপি প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা শামসুর নাহার রতœা, বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। প্রশিক্ষণে এলাকার ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।