
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া বাসস্ট্যান্ড মোড়ে এক নির্বাচনী জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
সভায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা জনগণের প্রতি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।















