
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল ও স্বরনসভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বাগেরহাটে জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান উজ¦লের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তৃতা করেন বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রর্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহ আলী রবি. জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ।
স্মরণসভায় বক্তব্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।
তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।















