সর্বশেষ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পরে বাঁশ বাগান থেকে লাশ উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃসাইফুল হাসান

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পরে বাঁশ বাগানে থেকে ৭ বছর বয়সী শিশু সিনথিয়া’র লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তারাইল বাজারের পশ্চিম পাশে একটি বাগানে স্থানীয়া দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।

সিনথীয়া মিষ্টি উপজেলার ফুকরা ইউনিয়ন এর পাংখারচর গ্রামের মোঃ লিটন শেখ-এর কন্যা সে গত দুই দিন আগে রবিবার সান্ধায় নিখোঁজ হয়,
নিহতের পরিবার জানায়,রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,পরিবার থেকে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি,মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana