সর্বশেষ:

তারেক রহমানের প্রথম জেলা সফরে টাঙ্গাইলে উচ্ছ্বাস

Facebook
Twitter
LinkedIn

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি◾
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইল সফরে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯ থেকে ১০টার মধ্যে তিনি ঢাকার বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। প্রত্যাশা করা হচ্ছে, দুপুর আনুমানিক ১টার দিকে টাঙ্গাইলে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশগ্রহণ করবেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সরকারি কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভিবাদন জানাবেন। জেলার মির্জাপুর অংশ থেকেই তাকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা বলয় গড়ে তুলতে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাআল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাবো। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana