
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় চালক কে কুপিয় হত্যার পর অটো রিক্সা ছিনতাই এর ঘটনা রহস্য উদঘাটন করেছে পুলিশ।
গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে।
উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত ধারালো চাকু ও চারটি মোবাইল ফোন। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার। তিনি জানান গত ৩০ শে ডিসেম্বর রাতে চরফ্যাশন পৌরসভার বাস স্ট্যান্ড থেকে লালমোহনে গজারিয়া বাজার যাওয়ার কথা বলে যাত্রী সেজে আবু বকর সিদ্দিককে অটো রিক্সা ভাড়া করেন হত্যাকারীরা। এরপর রাতে সাড়ে ৯ তার দিকে লালমোহনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়া খালি এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আবু বকর সিদ্দিককে বুকে দাঁড়ালো চাক্কু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এরপর তারা নীল রঙের অটো রিসকাঠি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা নিহতের বড় ছেলে বাদী হয়ে লালমোহন থানার একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ী করেন। পুলিশ সুপার আরও জানান মূল পরিকল্পনাকারী ইব্রাহিম (৩৬) কে গ্রেফতার করেন। ইব্রাহিমের দেওয়া তথ্য মতে আর দুজনকে গ্রেফতার করা হয় এরা হলেন মো: রাজা (৩২) কাজী তারেক (৩৫). তাদের কাছ থেকে হরতাই ব্যবহৃত চাকু ও ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়















