সর্বশেষ:

পাইকগাছায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে ৭ ও ৮ জানুয়ারি দুইদিন ব্যাপী এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী মেলার উদ্বোধন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরাফি বিন মোবারক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ অহিদ মোড়ল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, প্রভাষক স্বপন ঘোষ ও ফাবিয়া জাহান।
প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও এনজিও সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ১৭ টি স্টলে তাদের উদ্ভাবনী লাগসই প্রযুক্তি প্রদর্শন করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana