সর্বশেষ:

নববর্ষ উপলক্ষে শেখ মঞ্জুরুল হক রাহাতকে ইসলামী ছাত্রশিবিরের শুভেচ্ছা উপহার

Facebook
Twitter
LinkedIn

বাগেরহাট জেলা প্রতিনিধি: মোঃ রাকিবুল ইসলাম

নতুন বছর ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট–২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলমের নেতৃত্বে জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় বাগেরহাট জেলার সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক যোগাযোগ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয় নিয়ে সংক্ষেপে মতবিনিময় করা হয়। নতুন বছরের শুরুতে সম্পর্ক আরও সুদৃঢ় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

প্রসঙ্গত, শেখ মঞ্জুরুল হক রাহাত ছাত্ররাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বাগেরহাট পিসি কলেজে অধ্যয়নকালীন সময়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের শেষ দিনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের উপহার প্রদান নতুন বছর ২০২৬ উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও শুভকামনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana