খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটা বুনারাবাদ এলাকায় এক কৃষকের জমিতে কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করে ধানের বীজতলা নষ্টের অভিযোগ উঠেছে। গতকাল ভুক্তভোগী গরিয়ারডাঙ্গা এলাকার হাফিজ শেখ বাদী হয়ে ন্যায় বিচারের জন্য বুনারাবাদ এলাকার পরিমল শীল,মিল্টন শীল,পঙ্কজ শীলকে বিবাদী করে বটিয়াঘাটা থানায় এক অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাফিজ শেখ ও হালিম শেখ গংরা বলেন,বটিয়াঘাটা থানাধীন বুনারাবাদ মৌজার সিএস খতিয়ান নং-১৬৭, সিএস দাগ নং-১৭২ এর ৫.২৫ একর জমির মধ্যে ৫.০৪ একর জমি আমার পিতা বিবাদীর পিতা হৃদয় শীল এর নিকট হইতে ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছি। কিন্তু বর্তমানে বিবাদীরা উক্ত জমি ভোগ-দখলে বাঁধা সৃষ্টি সহ জমিটি অবৈধভাবে দখল করার পায়তারা করছে।
বিবাদী সকল বিধিনিষেধ অমান্য করে আমাদের উক্ত জমি জবর-দখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । উক্ত সম্পত্তি নিয়া বিজ্ঞ আদালতে মামলা- মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা প্রায়ই আমাদের ক্ষয়ক্ষতি করার সুযোগ খোঁজে। সর্বশেষ গত ২৬/০৮/২০২৩ তাং সন্ধ্যায় আমরা উক্ত সম্পত্তিতে থাকা আমাদের বীজতলা ঠিকঠাক দেখিয়া নিজ বাড়িতে চলে আসি। পরদিন গত ২৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.৩০ টার সময় ধান রোপণের জন্য উক্ত জমিতে যেয়ে দেখি আমাদের উক্ত জমিতে থাকা বীজতলা (ধানের পাতা) শুকিয়ে নষ্ট হয়ে গেছে।
পরবর্তীতে খোঁজ-খবর নিয়া জানতে পারি গত ২৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.৩০ টা হতে ২৭/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.৩০ টার মধ্যে যে কোনো সময় উক্ত বিবাদীরা আমার বর্ণিত জমিতে অনধিকারে প্রবেশ করিয়া কীটনাশক জাতীয় (ঘাস মারা) ঔষধ স্প্রে করিয়া আমার উক্ত জমিতে থাকা বীজতলা (ধানের পাতা ) নষ্ট করে দিয়েছে।
পরিমল শীল বলেন,তাদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন মামলা চলে আসছে। কে বা কাহারা তাদের ধানের বিচতলা নষ্ট করেছে তা জানিনা।
কিন্তু মিথ্যা ভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। এঘটনার সাথে আমরা কেউ জড়িত নই। বরং তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। ওদের বিরুদ্ধে কোথাও গিয়ে আমরা সঠিক ন্যায় বিচার পাইনা। বটিয়াঘাটা থানার এ এস আই বিকাশ কুমার বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।