সর্বশেষ:

ভোলায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দিল  ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা।

Facebook
Twitter
LinkedIn

মো: রাহাত হাওলাদার, ভোলা

ভোলা: শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন হাসনাইন আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলি।

প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের পাশাপাশি ছাত্রসমাজকেও এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না; নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana