
মো: রাহাত হাওলাদার, ভোলা
ভোলা: শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন হাসনাইন আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলি।
প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের পাশাপাশি ছাত্রসমাজকেও এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না; নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।














