
ডুমুরিয়া প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় দেবাশীষ চক্রবর্তী(৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও আতিয়ার রহমান (৫০) চালক আহত হয়েছেন। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।গতকাল রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আঠারো মাইল বাজার এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে ।
খর্ণিয়া হাইওয়ে থানা ইনচার্জ নুরুজ্জামা জানান সাতক্ষীরা জেলার তালা থানার জেঠুয়া গ্রামের মৃত মোক্তার খানের ছেলে আতিয়ার রহমান খান (৫০) একই থানার জালালপুর গ্রামের মধুসূদন চক্রবর্তীর ছেলে দেবাশীষ চক্রবর্তীকে সাথে নিয়ে খুলনায় রওয়ানা দেয়।
ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজার এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ওঠার সময় সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। এতে চালক আরোহী ২ জন আহত হয়।
এলাকাবাসী ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় চালক আতিয়ার রহমানকে তালাওদেবাশীষচক্রবর্তীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। দেবাশীষ চক্রবর্তীকে কর্তব্যরতচিকিৎসক মৃত ব’লে ঘোষণা করেন। ঘাতক ট্রাক পালিয়ে গেছে বলে সুত্র জানান।















