সর্বশেষ:

পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম শামসুর রহমানের প্রতিষ্ঠিত ‘সিরাতুল হুদা ট্রাস্ট’-এর পক্ষ থেকে ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

​ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং মরহুম শামসুর রহমানের সুযোগ্য সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে সিরাতুল হুদা ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মুজাহিদুল ইসলাম।

​ সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ​বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। জামায়াতে ইসলামী জেলা ইউনিট সদস্য ​কাজী তামজিদ আলম, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক, মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী,​ ​শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুন ও সোহেল।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম শামসুর রহমান সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট আজও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করে মেজর (অব.) মেসবাহুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের একটু সহানুভূতি একটি পরিবারেরশীতের কষ্ট লাঘব করতে পারে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana