
এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা ( খুলনা )
শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ‘সিরাতুল হুদা ট্রাস্ট’-এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং মরহুম শামসুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে শুক্রবার সকালে সিরাতুল হুদা ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট প্রফেসর ডাক্তার মুজাহিদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। জামায়াতে ইসলামী জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, ও আর.কে.বি.কে কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মোমিন সানা, পাইকগাছা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক, মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূরু আলম সিদ্দিকী, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম শামসুর রহমান সাহেব সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এই ট্রাস্ট আজও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করে মেজর (অব.) মেসবাহুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের একটু সহানুভূতি একটি পরিবারের শীতের কষ্ট লাঘব করতে পারে।”
সভাপতির বক্তব্যে ডাঃ আসাদুল হক বলেন, “সিরাতুল হুদা ট্রাস্ট সবসময় মানুষের সেবায় নিবেদিত। শীতবস্ত্র বিতরণ আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা চাই এই কনকনে শীতে কেউ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়।”অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এলাকার শত শত দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।















