সর্বশেষ:

রাতে ফার্নিচার কারখানায়, দিনে কাপড়ের গোডাউনে আগুন, কয়েক কোটি টাকার ক্ষতি

Facebook
Twitter
LinkedIn

নুরুল আমিন হাসান, ঢাকা:

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ফার্নিচার কারখানা ও দিনে কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।উত্তরখান মাজারের জামালপুর ভাই ভাই ফার্নিচার গোডাউন ও দিনে ওয়ান উম্মা বিডি নামের কাপড়ের গোডাউনে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত গভীর রাত ও মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানা যায়, উত্তরখান মাজার সংলগ্ন শাহ কবীর মাজার সড়কের ভাই ভাই ফার্নিচার দোকান ও গোডাউনে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, ‘কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে আধা ঘন্টা পর নিয়ন্ত্রণে নিয়ে আসে। সম্পূর্ণ নির্বাপণ হয়েছে সকাল ৬টার দিকে।’তিনি বলেন, ‘এতে কয়েকটি দোকানপাট, কারখানা, দোকানপাট, ফার্নিচার মালামাল ও বাড়িঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।’আগুন নিয়ন্ত্রণে আসার পর খোঁজখবর নিয়ে যায়, আগুনে ছয়টি দোকান, জামালপুর ভাই ভাই ফার্নিচার ও পিছনের গোডাউন ও দশটি টিনশেড রুম পুড়ে গেছে।অপরদিকে একই থানা এলাকার বালুর মাঠের ওয়ান উম্মা বিডি নামের কাপড়ের গোডাউনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে একই ফায়ার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে গোডাউনের প্রায় সকল কাপড় চোপড় পুড়ে চাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আলম হোসেন বলেন, ‘কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের পর আমাদের দুটি ইউনিট কাজ করে প্রায় দুই ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘অগ্নিকান্ডে কারখানার সব কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার কাপড় পুড়ে গেছে।’দুটি অগ্নিকান্ডের বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘দুটি অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। অগ্নিকান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিমাণ জানা যায় নি।’অগ্নিকান্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কারণ জানতে পারি নাই। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে- শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।’

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana