
খুলনা প্রতিনিধি :
রবিবার খুলনা প্রেসক্লাবে বটিয়াঘাটার সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত ইল ইভান এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন বক্তারা বলেন, প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসর বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত ইল ইভান এর বিরুদ্ধে জেএমআই কোম্পানিকে অবৈধ সুবিধা প্রদান করে হিন্দু সম্প্রদায়কে হয়রানী করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খুলনা নিকট দাখিলকৃত অভিযোগের সঠিক তদন্ত করে এই কর্মকর্তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাষেরা নমস্কার ।আমি কালিপদ মন্ডল, পিতাঃ মৃত প্রফুল্ল কুমার মন্ডল, গ্রামঃ কিসমত ফুলতলা, উপজেলাঃবটিয়াঘাটা, জেলায় খুলনা। আমাদের কিসমত ফুলতলায় এস এ ১৯ খতিয়াত বিআরএস ২৫৫ খতিয়ানে আমাদের ১৬০ শতক জমি রয়েছে। যা আমাদের পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তি আমাদের এস এ ও বিআরএস ২টি রেকর্ড হয়েছে। এই জমি টুকু ছাড়া আমাদের আর কোন জমি নাই।
এস এ ১৯ খতিয়ানে রশিক লাল মণ্ডলের নামে অর্পিত ক তফশীল ভুক্ত সম্পত্তি রয়েছে। অর্পিত সম্পত্তি ও ব্যক্তিমালিকানা সম্পত্তির সীমানা নির্ধারণের জন্য আমাদের আবেদনের পরিপেক্ষিতে বিভাগীয় কমিশনায় খুলনা হতে ২৪/০৪/২৫ ইং তারিখে ৩৮৪ স্মারকে পত্র প্রেরন করে। উক্ত পত্র মোতাবেক কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমরা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করি। ভূমি মন্ত্রণালয় হতে ২৬/০৬/২৫ ইং তারিখে ২৫৪ স্মারকে ও ০৩/০৭/২৫ ইং তারিখে ২৫৮ স্মারকে সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসক কে পত্র প্রেরন করে। জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ের পত্র মোতাবেক সীমানা নির্ধারণের জন্য সহকারী কমিশনার ভূমি বটিয়াঘাটাকে ২৯/০৬/২৫ তারিখে ৩৯৩ স্মারকে পত্র প্রদান করেন এবং জেলা প্রশাসক কে ব্যবস্থা গ্রহণ করে অবহিত করার নির্দেশ প্রদান করে। সহকারী কমিশনার ভূমি বটিয়াঘাটা ০১/০৭/২৫ ইং তারিখে ৪৫৫ নং স্মারকে আমাদেরকে নোটিশ প্রদান করে অবগত করা হয় যে ১০/০৭/২৫ ইং তারিখে সকাল ১০৫০০ ঘটিকায় উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার এস এ ১৯ খতিয়ানে সীমানা নির্ধারণের কাজ করবেন। তাই আমাদেরকে উক্ত তারিখে সকল কাগৎপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়। আমরা কাগজপত্র সহ ধার্য্য তারিখে যথাসময়ে উপস্থিত হই। কিন্তু এসিল্যান্ড ইভান সীমানা নির্ধারণের কাজ আরম না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে চলে যাওয়ার সময় জেএমআই কোম্পানির বাইরে মেইন গেটের সামনে একাধিক টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিল। সাংবাদিক ভায়েরা প্রশ্ন করলে তিনি বলেন ৩০ মিনিট পরে স্কেচ ম্যাপ করে সীমানা নির্ধারণের কাজ আরম্ভ করা হবে। এ বিষয়ে তার বক্তবার ভিডিও রেকর্ড রয়েছে।
এ বিষয়ে আনন্দ টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় একাধিক বার সংবাদ সম্প্রচার করা হয়। এছাড়া এ বিষয়ে সমকাল সহ বিভিন্ন সংবাদপত্রে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। তারপরও এই ভূমি কর্মকর্তা ইভান দীর্ঘ ৬ মাস ধরে ৫ই আগস্টের পূর্বের মতো আমাদের বিভিন্ন অজুহাতে হয়রানি করে স্বৈরাচারি আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনী কামালের ঘনিষ্ঠজন রাজ্জাকের জেএমআই কোম্পানিকে অবৈধ সুবিধা প্রদান করে যাচ্ছে। কোম্পানির হাজার কোটি টাকা থাকার কারণে আমাদের পক্ষে একাধিক উর্ধ্বতন প্রশাসনের নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও সহকারী কমিশনার ভূমি বটিয়াঘাটা ইভান কোম্পানির বিরুদ্ধে কোন প্রকার বাসত্রা গ্রহণ করছে না। আমরা দীর্ঘ ৬ মাসে শত শত বার এই কর্মকর্তার নিকট শরণাপন্ন হই। কিন্তু কোন সমাধান না পাওয়ায় আমরা পুনরায় ভূমি মন্ত্রণালয়ে সীমানা নির্ধারণের জন্য আবেদন করি। ভূমি মন্ত্রণালয় হতে ১১/১১/২৫ তারিখে ৪৮৩ স্মরকে ভিপি ও ব্যক্তিমালিকানা সম্পত্তির সীমানা নির্ধারণে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক কে পুনরায় নির্দেশ প্রদান করে। জেলা প্রশাসক খুলনা ২৪/১১/২৫ তারিখে দ্রুত সীমানা নির্ধারণের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করে নিজের স্বাক্ষরিত পত্র প্রেরন করেন । জেলা প্রশাসকের চিঠি আসার পর তার নিকট একাধিকবার যাওয়ার পরও এই কর্মকর্তা কোন ব্যবস্থা গ্রহন করেনি বিভিন্ন অজুহাতে আমাদের হয়রানি করছে। ৫ ই আগষ্টের আগের মতো এই ভূমি কর্মকর্তা সাধারন জনগদের সাথে ফ্যাসিটের মতো ব্যবহার করছে। এই ভূমি কর্মকর্তার হয়রানি থেকে মুক্ত পাওয়ার জন্য বিভাগীয় কমিশনার খুলনা ও জেলা প্রশাসক খুলনার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছি। সাংবাদিক ভায়েরা আমরা আপনাদের মাধ্যমে আমাদের অভিযোগের বিষয় সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাওয়ার দাবি জানাচিচ্ছ।















