সর্বশেষ:

বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

Facebook
Twitter
LinkedIn

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট: বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট)আসনে বিএনপি প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার গাংনি বাজার সংলগ্ন
কালিবাড়ি মন্দিরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলেস্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

মিছিলকারীরা জানান, বাগেরহাট-১ আসনে বিএনপি থেকে কোপিল কৃষ্ণ মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোপিল কৃষ্ণ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আমলীগের আমলে তিনি নানান রকম অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলেন। হঠাৎ করে তাকে বিএনপির মনোনয়ন দেওয়াই আমরা খুবই ক্ষুব্ধ৷ মিছিলকারীরা কোপিলকে আওয়ামীলীগের গুপ্তচর উল্লেখ করে মনোনয়ন বাতিলের দাবি জানান মিছিলকারীরা।

আরমান হোসেন বলেন কপিল কৃষ্ণ আওয়ামীলীগের দোষর,বড় বড় নেতাদের সাথে তার ওঠা বসা ছিলো, শেখ হেলালের সাথে লিয়াজু করে অনেক মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন। তাকে কি ভাবে দল মননীত করেছে এটা আমার মাথায় আসে না। আমরা চাইতাকে সরিয়ে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকে কাউকে মনময়ন দেওয়া হোক।ললিতা রানী বলেন, কপিল আওয়ামীলীগের লোক সে কি করে বিএনপির নমিনেশন পেলো,আমরা তাকে চাই না।অবসর প্রপ্ত প্রধান শিক্ষক ফনিভুষন মৃধা বলেন কপিল কৃষ্ণ আওয়ামিলীগ লোক ছিলো, শেখ হেলালের সাথে সম্পর্ক ভালো থাকায় তার সুযোগ নিয়ে অনেক হিন্দু ভাইদের অত্যাচার করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana