
বিশেষ প্রতিনিধি :
মাছ না পেয়ে ছিপে কামড় দিলো হামলা কারিরা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সৈকত রায়ের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিগরদানা এলাকায়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে বিগরদানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় শ্যামল মন্ডল, সুধীর মন্ডল, দিনেশ মন্ডল ও নিরব মন্ডলদের সঙ্গে একটি বহিরাগত গ্রুপের ঝগড়া বিবাদ চলছিল।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমরেশ কান্তি রায়ের ভাইপো সৈকত রায়। অভিযোগ রয়েছে,ঝগড়া দেখতে থাকায় শ্যামল মন্ডল, সুধীর মন্ডল, দিনেশ মন্ডল ও নিরব মন্ডল মিলে সৈকত রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে সৈকত রায় গুরুতর আহত হন। এ ঘটনায় সমরেশ কান্তি রায় বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।















