সর্বশেষ:

bijoy dibos upolokkhe sangskrithik onusthan

বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমীর এজাজ খাঁন : দুর্দিনে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো

bijoy dibos upolokkhe sangskrithik onusthan
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-১ (বটিয়াঘাটা -দাকোপ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খাঁন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি দুর্দিনে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই এলাকার নদী ভাঙ্গন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাব।

সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি সরকার। তাই আসন্ন সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তোরাব হোসেন ফিরোজ এর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আবু বক্কার গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম সিপার, বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে জলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, পাইকগাছা দেলুটি ইউনিয়নের বিএনপি’র সভাপতি সুজিত মন্ডল, হামিদের মোল্লা, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জিএম এনামুল হক, মোহাম্মদ আলী বিশ্বাস, মেহেদী হাসান, শেখ মুসাউর রহমান মুসা, কাশেম গাজী, শওকত শেখ, জিয়া শেখ, জিএম মাহফুজ সহ উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান, নিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana