সর্বশেষ:

bijoy dibosh e bnp er bijoy rally

কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

bijoy dibosh e bnp er bijoy rally
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল) প্রতিনিধি :

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়া উপজেলা, পৌরসভা, থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (রবি), সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম, জাসাস নড়াইলের সাধারণ সম্পাদক শ. ম. ইকরাম রেজা, ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিলালুজ্জামান হিলাল, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌফিক ইলাহী রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana