সর্বশেষ:

নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিমের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নড়াগাতী থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় নড়াগাতী অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি মোঃ আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, নড়াগাতী থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana