সর্বশেষ:

কমিশনের নির্দেশনায় বটিয়াঘাটায় প্রচারণা সামগ্রী অপসারণ শুরু

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বটিয়াঘাটা উপজেলা প্রশাসন রাস্তার পাশে টাঙানো ব্যানার, ফেস্টুন, প্যানা ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে। রবিবার থেকে এই অভিযান পরিচালিত হয়েছে।ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত খুলনা–সাতক্ষীরা মহাসড়কের দুই পাশ, জিরোপয়েন্ট এলাকা, জিরোপয়েন্ট থেকে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ এবং জিরোপয়েন্ট থেকে কৈয়া বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশের সকল প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) জিরোপয়েন্ট থেকে রূপসা সেতুর বাইপাস সড়কের বটিয়াঘাটা সীমান্ত পর্যন্ত রাস্তার দুই পাশ, গল্লামারী থেকে খুলনা–চালনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড পর্যন্ত, সাচিবুনিয়া থেকে পানখালী ফেরিঘাট পর্যন্ত রাস্তার দুই পাশ, পাশাপাশি বটিয়াঘাটা উপজেলা সদর বাজার ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙানো প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে। এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর বুধবার উপজেলার আমীরপুর থেকে ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো : শোয়েব শাত- ঈল -ইভান বলেন, এ পর্যন্ত অভিযানে প্রায় দুই ট্রাক ব্যানার, প্যানা, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana