সর্বশেষ:

দলের সকল বিভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে — আমীর এজাজ খান

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, দলের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব। ব্যক্তি বা দলগত পরিচয়ে নয়, তার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান বলেও তিনি মন্তব্য করেন। শনিবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে খুলনা-১ আসনে তাকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো. মাসুদুজ্জামান মাসুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু খায়রুল ইসলাম খান জনি, মো. সাইফুল ইসলাম, মো.ওয়াহেদুজ্জামান, মো. করিমুল ইসলাম, রেহেনা আফরোজ সুইটি, আবুল হোসেন তালুকদার, ব্রজেন ঢালীসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বাহাদুর মুন্সী, অ্যাড. মিলন শীল, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, হায়দার আলী, ওলিয়ার রহমান, হাফিজুর রহমান হাফিজ, আবুল হোসেন মোল্যা, আরাফাত সেখ, দেবপ্রসাদ দেবু, পলাশ হালদার, মফিজুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম, আবু সুফিয়ান বাবু, মাহেনুর সেখ, আমির হোসেন সবুজ, সুমন খান, মাহবুব আলম মিন্টু, মো. মামুন, মোজাফফর হোসেন, শিহাব উদ্দিন মোড়ল, বোরহান উদ্দিন, জোবায়েরুল হক, নুর আলম ভূঁইয়া, শামসুল হক, আবদুস সালাম, সেলিম মোল্যা, টুটুল গোলদার, আছু গোলদার, রবিউল ইসলাম, বাবুল, অশোক, পান্না, বাদল, হুমায়ুন মোল্লা,ডালিমসহ আরও অনেকে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana