
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আশান নগর গ্রামের সমবয়সী ৪ বন্ধু মিলে ১ বন্ধুর নিজস্ব মোটরসাইকেলনিয়ে ভ্রমনে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়।
ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় একই উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা শিবনগর সড়কের পল্লী শ্রী কলেজের সামনে ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানান, শুক্রবার বিকেলে আশান নগর গ্রামের পঙ্কজ মন্ডলের ছেলে সজীব মন্ডল (১৭), কুমারেশ মন্ডলের ছেলে সাগর মন্ডল (২৩), বিধান মন্ডলের ছেলে শিমুল মন্ডল তন্ময় মন্ডলের ছেলে তনয় মন্ডল (১৮) বন্ধু সজীব মন্ডলের নিজস্ব মোটর সাইকেলে ৪ জন একমাদারতলা বাজার এলাকায় ঘুরতে যায় । সন্ধ্যার পর বাড়ী ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে সকলে মারাত্নক ভাবে আহত হয়ে পড়ে থাকে।
অজ্ঞান অবস্থায় এলাকাবাসী তাদের কে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়। রাতে গুরুতরতর আহত সজীবকে খুলনার একটি বে সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে সজীব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় কোন মামলা হয়নি বলে ওসি মাসুদরানা নিশ্চিত করেছে ।
আহত তনয় মন্ডল একই উপজেলার তপোবন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এস এস সি পরীক্ষা দিয়েছে। অপর ৩ জন উপজেলার শরাফপুর মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে পরিবার পক্ষ থেকে জানা গেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।















