সর্বশেষ:

পলাশবাড়ীতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন-

Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শীকাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেন।মঙ্গলবার ২রা ডিসেম্বর দুপুরে পলাশবাড়ী সরকারী হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তব্য প্রদান করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সাধারন সম্পাদক পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি গাইবান্ধা দীপায়ন রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শক এনামুল হক মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী, পরিবার কল্যাণ সহকারী মাহামুদা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানাসহ আরো অনেকে।এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পলাশবাড়ী উপজেলার সকল কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন চাকুরী জীবনে নিয়োগ বিধির বাস্তবায়ন না পাওয়ায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একদিকে বেতন বৈষম্য অপরদিকে পদোন্নতির বিধান না থাকায় একই পদবীতে সারাজীবন কাটিয়ে অবসরে যেতে হয়। তাই আমরা পরিবার কল্যাণ সহকারী ( FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি । বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করছি

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana